আটুলিয়া ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা হয়রানি অপপ্রচারের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধির।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত স্বনামধন্য চেয়ারম্যান মৃত্যু কাদের এর পুত্র বর্তমান বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবুর বিরুদ্ধে মুজিব মোরাল পেনা ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ তুলে যা সোশ্যাল মিডিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগ ওঠে।

এ বিষয় নিয়ে সাংবাদিকরা সরোজমিনে সঠিক তথ্য উদঘাটনের জন্য গেলে দেখা যায় পরিষদের ৩.৭২ একর জমির মধ্যে ১০৮৯ দাগের জমি যা পূর্বে ব্যক্তিগত মালিকানা সম্পত্তি বর্তমানে ওই মালিক উক্ত দাগের সম্পত্তি পরিষদের নামে দলিল করে দেয়, সেই জমিতে পূর্বের রাস্তা বরাবর সরকারি বরাদ্দে স্থাপনা নির্মাণ কাজ চলমান, এবং স্থাপনার পাশেই একটি খালি জায়গায় টিনের সিট খুটির উপর মুজিব মোরাল পেনা লাগানো ছিল যা রোদ বৃষ্টিতে নষ্ট হওয়াতে তারই পরিপ্রেক্ষিতে পরিষদের পাশে মুজিব ভাস্কর্য পাথর খোদাই করে মুজিব মোড়াল তৈরি করা হয়, যেখানে বিভিন্ন জাতীয় দিবসে মুজিবীয় ফলোকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্থানীয় সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন আমরা এখানে দেখছি একটা টিম সিটের উপর মুজিব মোড়াল পেনা লাগানো ছিলো, যা রোদ্র বৃষ্টিতে নষ্ট হয়েছে পুনরায় সরকারি বরাদ্দে চেয়ারম্যান মহোদয় নতুন করে মুজিব মোড়াল স্থাপন করেন, তো আজ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ভাইরাল করে এটা রাজনীতিকভাবে তাকে প্রতিহত ও হেয় করার জন্য গুজব ছড়িয়ে বেড়াচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।