উখিয়ায় ৫৪৫০ কেজি ভিজিডি চাল জব্দ করলেন – ইউএনও।
উখিয়ায় ৫৪৫০ কেজি ভিজিডি চাল জব্দ করলেন – ইউএনও।
রাজীব আইচ, উখিয়া উপজেলা প্রতিনিধি।
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় সরকারি বিতরণকৃত ভিজিডি’র চাল বিক্রির উদ্দেশ্যে মজুদ করা অবস্থায় অভিযান চালিয়ে জব্দ করেছে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার।
২২শে মে শনিবার বিকেলে আনুমানিক ৪ টার দিকে এসব চাল জব্দ করা হয়।
এ দিকে পালংখালী ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, কিছু উপকারভোগী মহিলা পালংখালী এলাকার আব্দুস ছালামের ছেলে জয়নালের চাউলের গুদামে বিক্রি করার খবর পেলে উপজেলা প্রশাসনকে অবহিত করি। পরে আমি ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে চাল গুলো উদ্ধার করি।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, সরকারিভাবে বিতরণকৃত ভিজিডি’র চাল বিক্রয় এর উদ্দেশ্যে মজুদ করছে এমন অভিযোগের ভিত্তিতে পালংখালী ইউনিয়নে অবস্থিত একটি গুদামে অভিযান চালিয়ে ৫৪৫০ কেজি চাল জব্দ করা হয়েছে । এসময় গুদামে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে উখিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।