একটি রামদা, একটি সচল ইয়ারগান , একটি জিআই পাইপ সহ দুই জন আসামী গ্রেফতার
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয়ের তত্ত্বাবাধনে অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল জনাব এম, এম মোহাইমেনুর রশিদ, পিপিএম (সেবা) এর সার্বিক সহযোগীতায় অফিসার ইনচার্জ জনাব, মোঃ নাজমুল হুদা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ শহিদুল ইসলাম এর সহযোগীতায় এসআই (নিঃ) মোঃ আবু বক্কর শেখ চন্ডিপুর গ্রমস্থ আবুল মোড় নামক স্থান হইতে আসামী-১। নুরুজ্জামান মোড়ল (২৯), পিতা- আবুল কাশেম মোড়ল স্থায়ী : গ্রাম- চন্ডিপুর (পাতাখলী), ২। আতিকুর রহমান সাজু (৩২), পিতা- আব্দুল গফুর গাজী স্থায়ী : গ্রাম- গাবুরা, উভয় থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাকে একটি রামদা, একটি সচল ইয়ারগান , একটি জিআই পাইপ সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে শ্যামনগর থানার মামলা নং-৩১, তারিখ-২৫/০৬/২১ খ্রিঃ, ধারা-১৯-a ১৮৭৮ সালের অস্ত্র আইন; রুজু করা হয়। মামলাটি বর্তমানে তদন্তধীন।
Leave a Reply