কলারোয়ায় গম ভর্তি ট্রাক সড়কদূর্ঘটনায় শিকার।। ৬লাখ টাকার ক্ষয়ক্ষতি
কলারোয়ায় গম ভর্তি ট্রাক সড়কদূর্ঘটনায় শিকার।। ৬লাখ টাকার ক্ষয়ক্ষতি
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় গম ভর্তি একটি ট্রাক সড়কদূর্ঘটনায় শিকার হয়েছে। প্রত্যক্ষর্দশীরা জানান-রোববার দিনগত রাত ৩টার দিকে ভোমরা বন্দর থেকে ঝিনাইদহ-ট-১১-০৫০৯ নং একটি ট্রাক ১৯ টন গম ভর্তি করে কুষ্টিয়ার বড়বাজার এলাকায় যাওয়ার পথিমধ্যে কলারোয়ার সরকারী কলেজ এর সামনে পৌছালে ট্রাকটির পুষরড ভেঙ্গে যায়। এসময় ট্রাক চালক নিয়ন্ত্রন হারিয়ে কলেজের প্রাচীর সংলগ্ন খাদে উল্টে পড়ে যায়। এতে ট্রাকে থাকা ড্রাইভার-সজিব হোসেন (৩৩) ও হেলপার মেহেদী হাসান (২৭) এই দূর্ঘটনায় তারা প্রাণে বেচে যায়। ট্রাক ড্রাইভার-সজিব হোসেন জানান-অল্পের জন্য তারা দুই প্রাণে বেছে গেছেন। ট্রাকটির পুষরড ভেঙ্গে গিয়ে সড়কদূর্ঘটনায় শিকার হয়েছে। বর্তমানে গাড়িটির প্রায় ৬/৭লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি ধারনা করেছেন। এদিকে খবর পেয়ে ওই রাতে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন এবং তাদের উদ্ধারসহ মালামাল পাহরায় রাখেন।