কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সহধর্মিনীর দাফন কার্য সম্পন্ন

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সহধর্মিনীর দাফন কার্য সম্পন্ন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সহধর্মিনী
মনোয়ারা খাতুনের (৫৮) দাফন কার্য সম্পন্ন হয়েছে। পারিবারিক সূত্রে জানা
যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম
মোস্তফার সহধর্মিণী মনোয়ারা খাতুন দীর্ঘ কয়েকদিন যাবৎ করোনা ভাইরাসে
আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার (১৩ জুলাই) রাত ১১ টার পর তিনি চিকিৎসারত অবস্থায় হাসপাতালে
মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী
রেখে গেছেন। বুধবার জোহরবাদ জানাযা নামাজ শেষে মরহুমার কেরালকাতা
ইউনিয়নের ইলিশপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা
হয়। মাদ্রাসার সুপার কাজী মহাসীন আলীর পরিচলানায় জানাযা নামাজ পূর্বক
আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ
চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। জানাযা নামাজে উপস্থিত ছিলেন, কলারোয়া
পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর
খায়রুল কবির, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফ্ফার, আ’লীগের সাংগঠনিক
সম্পাদক বেনজির হোসেন হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক
রবিসহ বীর মুক্তিযোদ্ধা ও অসংখ্য মুসুল্লিগণ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা
করেন মাও: আব্দুল খালেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *