কলারোয়া থানায় ১৯টি মাদক মামলার কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
কলারোয়া থানায় ১৯টি মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান মনি @ চামরা মনির @ আতিয়ার রহমান (৪৫), গ্রেফতার।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম, (বার) স্যারের নিদের্শনায় জনাব সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), জনাব শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল সাতক্ষীরা স্যারের সাবির্ক তত্ত্বাবধায়নে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব মীর খায়রুল কবির এবং মোঃ জেল্লাল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) স্যারের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হামিদুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান, এএসআই (নিঃ) এসএম রবিউল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ এমায়েদুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ সংগীয় ফোসের্র সহোযগীতায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে অদ্য ইং-১৭/০৬/২০২১ তারিখ রাত্র অনুমান ০৪.৩০ ঘটিকার সময় কলারোয়া থানাধীন বোয়ালীয়া গ্রামস্থ সাবানার মোড় নামক স্থান হইতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান মনি @ চামড়া মনির @ আতিয়ার রহমান @ (৪৫), পিতা-মৃত মোজাম্মেল গাজী, সাং-বোয়ালীয়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে ১০৩ (একশত) তিন পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। তাহার বিরুদ্ধে কলারোয়া থানায় মাদক ও অস্ত্র মামলা সহ ১। (133VQ) সাতক্ষীরা এর কলারোয়া থানার এফ আই আর নং-১০/৩৩৭, তারিখ- ০৯ ডিসে, ২০১৯; জি আর নং-৩৩৭/১৯, তারিখ- ০৯ ডিসে, ২০১৯; সময়- ১১.১৫ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১০(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
২। (1SXV4) সাতক্ষীরা এর কলারোয়া থানার এফ আই আর নং-২/৩৬৪, তারিখ- ০৩ ডিসে, ২০১৮; জি আর নং-৩৬৪/১৮, তারিখ- ০৩ ডিসে, ২০১৮; সময়- ১০.৪৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৩(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ;
৩। (1SWDE) সাতক্ষীরা এর কলারোয়া থানার এফ আই আর নং-১/৩৬৩, তারিখ- ০১ ডিসে, ২০১৮; জি আর নং-৩৬৩/১৮, তারিখ- ০১ ডিসে, ২০১৮; সময়- ১৮.১৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৩(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ;
৪। (1S6SX) সাতক্ষীরা এর কলারোয়া থানার এফ আই আর নং-৫/৩৪৬, তারিখ- ০৪ নভে, ২০১৮; জি আর নং-৩৪৬/১৮, তারিখ- ০৪ নভে, ২০১৮; সময়- ০৫.৩০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৩(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ;
৫। (2RREH) সাতক্ষীরা এর কলারোয়া থানার এফ আই আর নং-১২/২৯৬, তারিখ- ১১ সেপ্টে, ২০১৮; জি আর নং-২৯৬/১৮, তারিখ- ১১ সেপ্টে, ২০১৮; সময়- ০০.৪৫ ঘটিকা। ধারা- ১৯ (a) ১৮৭৮ সালের অস্ত্র আইন; তৎসহ ৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; ৬। (2RCXV) সাতক্ষীরা এর কলারোয়া থানার এফ আই আর নং-১২/২৭৩, তারিখ- ১২ আগষ্ট, ২০১৮; জি আর নং-২৭৩/১৮, তারিখ- ১২ আগষ্ট, ২০১৮; সময়- রাত ২১.৪৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৯(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ৭। (2YQ42) সাতক্ষীরা এর কলারোয়া থানার এফ আই আর নং-৯/২০৫, তারিখ- ০৫ জুন, ২০১৮; জি আর নং-২০৫/১৮, তারিখ- ০৫ জুন, ২০১৮; সময়- রাত ২২.১৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৩(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ;
৮। (1LVWC) সাতক্ষীরা এর কলারোয়া থানার এফ আই আর নং-৯/৫২, তারিখ- ১২ ফেব্রু, ২০২১; জি আর নং-৫২/২১, তারিখ- ১২ ফেব্রু, ২০২১; সময়- ১৭.১৫ ঘটিকা ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০;
৯। (1B3X8) সাতক্ষীরা এর কলারোয়া থানার এফ আই আর নং-১৮/২৬৭, তারিখ- ২৪ সেপ্টে, ২০২০; জি আর নং-২৬৭/২০২০, তারিখ- ২৪ সেপ্টে, ২০২০; সময়- ০০.৩৫ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১৪(ক)/৩৬(১) এর ১৬/৩৬(১) এর ২৫/৪২(১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
১০। (1C8XV) সাতক্ষীরা এর কলারোয়া থানার এফ আই আর নং-৫/৬৩, তারিখ- ০১ ফেব্রু, ২০২০; জি আর নং-৬৩/২০২০, তারিখ- ০১ ফেব্রু, ২০২০; সময়- ১৯.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১৪(গ)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
১১। (1C8X1) সাতক্ষীরা এর কলারোয়া থানার সময়- ১৯.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১৪(গ)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ,
১২। (1832P) সাতক্ষীরা এর কলারোয়া থানার এফ আই আর নং-৮/৬৬, তারিখ- ০৪ ফেব্রু, ২০২০; জি আর নং-৬৬/২০২০, তারিখ- ০৪ ফেব্রু, ২০২০; সময়- ০৭.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১০(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত –
১৩। (195Y2) সাতক্ষীরা এর কলারোয়া থানার এফ আই আর নং-৬/৬৮, তারিখ- ০৭ এপ্রিল, ২০১৯ ; জি আর নং-৬৮/১৯; সময়- ১৪.১৫ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১১(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ,
১৪। (2UR71) সাতক্ষীরা এর কলারোয়া থানার এফ আই আর নং-৩/৩১, তারিখ- ০২ ফেব্রু, ২০১৮; জি আর নং-৩১/১৮, তারিখ- ০২ ফেব্রু, ২০১৮; সময়- ০১. ১০ ঘটিকা ধারা- ৩/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; তৎসহ ১৫(৩)/২৫-D ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত –
১৫। কলারোয়া থানার মামলা নং-১২, তাং-১১/০৯/২০১৮, ধারা-অস্ত্র আইন এর ১৯(এ), উল্লেখিত মামলা গুলির এজাহার ভুক্ত আসামী।