কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোঃ জামশেদ মিয়া কসবা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
আইন মন্ত্রী আনিসুল হকের ছোট ভাই মরহুম আরিফুল হক রনির ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সিরাজুল হকের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া-৪-( কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের ছোট ভাই আরিফুল হক রনির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১০ মার্চ) সকালে কসবা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগ,অংগসংগঠনের উদ্যোগে
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রুস্তম খাঁর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন, কসবা ও আখাউড়ার গন মানুষের নেতা, আইন মন্ত্রী আনিসুল হক।
পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিমুল এহসান খান, উপজেলা চেয়ারম্যান এড রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন,সাবেক মেয়র এমরান উদ্দীন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম,
উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম. হারুনুর রশীদ ঢালী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,ও অংগসংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোঃ আবদুল হান্নান।
উল্লেখ্য, আরিফুল হক রনি ২০১৭ সালের ১০ মার্চ শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।