কুষ্টিয়ার জগতিতে পাওনা টাকা চাওয়াতে অতর্কিত হামলার শিকার এক ব্যবসায়ী
সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার জগতির চেচুয়াতে পাওনা টাকা চাইতে গিয়ে গুরুতর হামলার শিকার হয়েছেন চেচুয়ার গার্মেন্টস ব্যবসায়ী মোঃ সুমন খাঁ। স্থানীয় সুত্রে জানা গেছে জগতি চেচুয়ার স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ী সুমন তার দোকানের এক বছর আগে রাজমিস্ত্রী সালামের কাছে দোকানের কিছু মালামাল বাকীতে বিক্রি করেন। এক বছরের বেশি সময় ধরে বারংবার সেই বাকীর পাওনা টাকা চাইলেই নয়ছয় করতে থাকে। তারই সুত্র মতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে সুমনের গার্মেন্টস এর দোকান সংলগ্ন একটি চায়ের দোকানে সালাম কে বসতে দেখে তার কাছে পাওনা টাকা চাইতে গেলে তর্ক বির্তক সৃষ্টি হয়। একপর্যায়ে গার্মেন্টস ব্যবসায়ী সুমনকে গালিগালাজ করতে থাকে। সুমন গালিগালাজের প্রতিবাদ করতে গেলে সালাম ও তার সঙ্গে থাকা রকিবুল তার উপরে কাঁচের বড় অংশ দিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায়। এসময় অতর্কিত হামলার শিকার সুমন গুরুতর আহতাবস্থায় মাটিতে লুটে পড়লে স্থানীয় রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এদিকে তার মাথায় গুরুতর আঘাত লাগায় ১৩ সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন। এঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
Leave a Reply