কেশবপুর (যশোর) প্রতিনিধি\
কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা ভলিবল একাদশের আয়োজনে স্থানীয় চুয়াডাঙ্গা বড়পাথরা ভলিবল মাঠে ৪ দলীয় ভলিবল টুর্নামন্ট শনিবার বিকাল থেকে গভীর রাতপর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিদ্যুৎ কেন্দ্র ভলিবল একাদশ, নড়াইল উদয়ন যুবসংঘ ভলিবল একাদশ, কালিগঞ্জ ভলিবল একাদশ ও কপালিয়া ভলিবল একাদশ খেলায় অংশ নেয়। ফাইনাল খেলায় কালিগঞ্জ ভলিবল একাদশ কপালিয়া ভলিবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জয়টেক্স এর স্বত্বাধিকারী এস এম শফিকুল ইসলাম, ডিরেক্টর মহাসিন বাহার, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুরের বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার মফিদুল ইসলাম মফিজ, লিটন গিফট এন্ড কর্নারের স্বত্বাধিকারী এস এম কামরুজ্জামান লিটন ও জাকারিয়া হার্ডওয়ার এন্ড সেনেটারির স্বত্বাধিকারী মিজানুর রহমান বাবলু। খেলায় ধারা ভাষ্যকর ছিলেন মহির উদ্দিন মাহি।
Leave a Reply