গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু ৯ জনের

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু ৯ জনের

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় কিছুতেই কমছেনা করোনা সংক্রমনে আক্রান্ত ও মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়। মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারী
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৮ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৩২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৩৯ জনের নমুনা পরীক্ষা শেষে ৯১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২০ দশমিক ৭৩ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৮০ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতার অভাবে জেলা করোনা সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমন প্রতিরোধে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *