চট্রগ্রামে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ওখাবার বিতরণ
আসাদুজ্জামান আসাদ সিনিয়র স্টাফ রির্পোটারঃ ১৮ জুন শুক্রবার সকাল ৯ টায় চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে। মানবতার স্পর্শে দুর হোক অন্ধকার এই স্লোগানকে সামনে রেখে। নিউ মুনছুরাবাদ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে।
অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ ও
ফ্রি হেলথ ক্যাম্প ও মাস্ক বিতরণ
এবং বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করা হয়ছে।
জনাব আশরাফ উল্লাহ ‘ র সভাপতিত্বে , উপস্থিত ছিলেন, সেভ দ্য ভিউচার ফাউন্ডেশনের
সহ-সভাপতিঃ আশরাফুল আহসান রাকিব,
সাধারণ সম্পাদক কফিল উদ্দিন পিন্টু,
অর্থসম্পাদক মোঃ মাইন উদ্দীন, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ন আহমেদ সাহেদ, নূুরুল শিপার খান, এয়াকুব আলি সুমন,জাহিদ হোসেন মিঞা,মোহাম্মদ হোসেন টিটু,রহমত আলি৷ অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ জানে আলম রনি(নিউ মনসূরাবাদ সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি)
জনাব শফিকুল ইসলাম রাহি(উপদেষ্টা,চট্রগ্রাম মহানগর,
এম এ সবুজ পাটোয়ারী(প্রধান ত্বত্তাবধায়ক চট্রগ্রাম বিভাগীয়)
মোঃ গোলাম মোস্তফা(প্রধান নির্বাহী)
শাফি মোদাচ্ছের খান(জ্যোতি)
(আর্থিক) সহযোগীতা করেন আলহাজ্ব মোঃ মোহসীন আলম, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আশরাফ উল্লাহ।
Leave a Reply