।
মু.হাফিজুল ইসলাম শান্তঃপটুয়াখালী জেলা গলাচিপা উপজেলায় চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ে ২১-০৩ ২০২৩ খি.তারিখ রোজ মঙ্গলবার অশ্রুসিক্ত চোখে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী করেন শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ জামাল হোসেন এঁর সভাপতিত্বে সম্পন্ন হয়েছে বিদ্যালয়ের অডিটোরিয়ামে।
উক্ত অনুষ্ঠানে চরকাজল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান,বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকগণ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, কর্মরত শিক্ষকগণ, বিদায়ী শিক্ষার্থী ও শত শত অধ্যয়নরত ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
এবিষয় প্রধান শিক্ষক বলেন, অত্যন্ত আবেগঘন পরিবেশে, অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষার্থীদের চলে যাওয়ার দৃশ্য আমার বুকটাকে ভারী করে তুলেছে। শিক্ষকতা ও ছাত্রজীবেনর এ দৃশ্যটাই আমার কাছে সবচেয়ে করুন,মর্মস্পর্শী ও বেদনাদায়ক। ওরা চলে যায় , আমরা থেকে যাই। এভাবেই একদিন সবাই চলে যাব দূরে, বহু দরে,যেখান থেকে আর কেউ ফিরে আসে না।
এরই নাম স্কুলজীবন।যেখানেই থাকো ভাল থেকো।পরিশেষে মহান স্রষ্টার কাছে কায়মনো বাক্যে প্রার্থনা করি তোমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন হোক ফুলের মত সুন্দর এবং কল্যানময়। আমিন।
Leave a Reply