চুনারুঘাটে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালক নিহত
আব্দুল জাহির মিয়া চুনারুঘাট থেকেঃ
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ট্রাক্টর চাপায় মোজাম্মেল হক (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি জেলার চুনারুঘাটের ঘরগাঁও গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। শুক্রবার (৩ মার্চ ) দুপুরে উপজেলার উবাহাটার পুরাতন হাইওয়ে থানার কাছে ট্রাক্টর চাপা দিলে তিনি মারা যান।
চুনারুঘাট থানার এসআই ছদরুল আমিন জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেলে বাড়ি থেকে শায়েস্তগঞ্জ যাওয়ার পথে পুরাতন হাইওয়ে থানার কাছে মাটিবাহী একটি অজ্ঞাত ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হয় মোজাম্মেল। স্থানীয় লোকজন এগিয়ে আসলে অজ্ঞাত ট্রাক্টর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মোজাম্মেলের মৃত্যু হয়।