জয়পুরহাট,কালাইএ রোড একসিডেন্টে ঝরে গেলো এক তাজা প্রাণ৷

জয়পুরহাট,কালাইএ রোড একসিডেন্টে ঝরে গেলো এক তাজা প্রাণ৷

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ আজ দুপুর আনুমানিক ১ঃ২০ মিনিট এ কালাই থানাধীন জয়পুরহাট,বগুড়া মহাসরকে শিমুলতলী নামক স্হানে জয়পুর হাট গামী ট্রাক এর ধাক্কায় ঘটনা স্হলেই সেলিম আহমেদ(৩৯)এর মৃত্যু হয়।নিহত সেলিম আহমেদ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বালিঘাটা ইউনিয়নের বাসিন্দা।
ঘাতক ট্রাকটি জব্দ করা হয়।