আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :
যশোরের জেলা প্রশাসন ও জেলা সমাসসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে র্যালি, অলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান অনুষ্ঠান থেকে সমাজসেবায় অনন্য অবদানের স্বীতৃতি স্বরূপ ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের আবারও আর্জন বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোঃ হুসাইন শওকত’র হাত থেকে সম্মাননা ক্রেস্ট নেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেঘনা ইমদাদ।
উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরীতে পেন ফাউন্ডেশনরে নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ শ্রেষ্ঠ জয়িতা ২০১৭ পুরস্কারে ভূষিত, পেন ফাউন্ডেশন কোভিড-১৯ মহামারী সময়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তরুণদের সংগঠন ইয়াং বাংলা (ণড়ঁহম ইধহমষধ) কর্তৃক জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২০, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ২০২১-২০২২ অর্থবছরে যশোরের শ্রেষ্ঠ যুব সংগঠন নির্বাচিত এবং শিক্ষা, কারিগরি ও তথ্য প্রযুক্তি ক্যাটাগরিতে শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করেছে।
(ক) পেন ফাউন্ডেশন ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদনক্রমে যশোরের ঝিকরগাছা ও পার্শ্ববর্তী অঞ্চলের বেকার, অদক্ষ যুব ও যুব মহিলা, অসহায়, যৌন নির্যাতন ও পাচারের সিকার, বিদেশ ফেরত, সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের কারিগরি কম্পিউটার এবং হাতে-কলমে সেলাই, ব্লক বাটিক, নঁকশী/হস্তশিল্প প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অসংখ্য অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের স্বাবলম্বী করা হচ্ছে। (খ) সমাজের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত, হতদরিদ্র ও অসহায় শিশুদের জীবনমান উন্নয়নে নিবিড়ভাবে কাজ করে চলেছেন। তিনি স্বার্থহীনভাবে যেসকল শিশু, যাদের অনেকের মা নেই, বাবা নেই, কারোর মা অন্যের বাড়িতে ঝি এর কাজ করে, কারোর বাবা ভ্যান চালক, বাস-ট্রাকের হেলপার, মিস্ত্রী, যারা পড়াশোনার স্বপ্ন দেখেনি কখনো, সে সকল শিশুদের মাঝে শিক্ষার আলো পৌছে দিতে ২০১৭ সাল থেকে “স্বপ্নলোকের পাঠশালা” প্রতিষ্ঠার মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।
(গ) যশোর অঞ্চলের অনগ্রসর, অবহেলিত, সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবক ও বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ২০১১ সাল থেকে উপজেলা যুব উন্নয়ন অধিদফতর ও মহিলা বিষয়ক কর্মকর্তার দফতরের সহযোগিতায় বেকার, হতদরিদ্র, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও হতদরিদ্র যুব মহিলাকে দর্জ্জিবিজ্ঞান, এমব্রয়ডারী, ব্লক-বাটিক ও হস্তশিল্প বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান এবং তাদের মাঝে সেলাই মেশিন, ব্লকবাটিক উপকরণ, হস্তশিল্প তৈরীর উপকরণ প্রদান করা হয়। (ঘ) ঝিকরগাছাসহ পার্শ্ববর্তী উপজেলাসমূহের বেকার, অদক্ষ যুব ও যুব মহিলাদের দক্ষ করে গড়ে তুলতে বিশেষ করে বেকার, অসহায়, অদক্ষ ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদনক্রমে ২০০৫ সাল থেকে ০৬ মাস মেয়াদী অফিস এ্যাপ্লিকেশন, ডাটাবেস প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল ভূমি জরিপ, ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে সর্বমোট ৩ হাজার ৮শত ৫০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। (ঙ) পেন ফাউন্ডেশন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস পালন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রম, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ব্যবস্থা ও অনগ্রসর, অবহেলিত, বেকার যুব ও যুব মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান, ক্রীড়া উন্নয়ন ও সাংস্কৃতিক চর্চা, পরিবেশ উন্নয়ন, প্রবীণদের জীবনমান উন্নয়ন; নারী ও শিশুদের পাচার ও নির্যাতন প্রতিরোধ; প্রতিবন্ধীদের পুনর্বাসন; কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ; এইডস প্রতিরোধ প্রকল্প; ধুমপান ও মাদক বিরোধী কার্যক্রম; সুবিধাবঞ্চিত, নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে তথ্য ও প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলা প্রকল্প/কার্যক্রম বাস্তবায়ন করে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম ও ইতি দত্ত সেন, যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান, জেলা এনজিও সমন্বয়কারী ও এডাব যশোরের সহ-সভাপতি শাহাজান নান্নু প্রমুখ।
Leave a Reply