দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে প্রথম শিশু-কিশোর নাট্য উৎসবের প্রথম দিনে ৩টি শিশু নাটক মঞ্চস্থ

দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে প্রথম শিশু-কিশোর
নাট্য উৎসবের প্রথম দিনে ৩টি শিশু নাটক মঞ্চস্থ
===================================
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ “শতবর্ষী মঞ্চ মুখরিত হোক শিশু-কিশোরদের সংলাপে” -এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী ও সৃজনশীল নাট্য সংগঠন দিনাজপুর নাট্য সমিতি ৮ দিন ব্যাপী প্রথম শিশু কিশোর নাট্যউৎসবের আয়োজন করেছে।
৯ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫ টায় সারদেশ^রী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়ের রচিত দলগত উদ্ভাবন নাট্য দলের নাটক “অস্থিত্বের সন্ধানে” ৬টা ৩০ মিনিটে মোঃ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুলের প্রত্যয় নাট্য দলের প্রযোজনা এবং নিরঞ্জন হীরার রচনায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক নাটক “মালেকার বিয়ে” নাটকটি মঞ্চস্থ হয় এবং কাব্যকুঞ্জ দিনাজপুর এর প্রযোজনায় কাজী নজরুল ইসলামের কাহিনী অবলম্বনে টংক নাথ অধিকারীর নাট্যরূপে টংকনাথ অধিকারীর নির্দেশনায় “অগ্নিগীরি” নাটকটি মঞ্চস্থ হয়। মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুলের নাটক মালেকার বিয়ে নাটকের শিল্পীরা হলেনঃ ফরজানা আক্তার রুমি, মুক্তজা আফরিন মিতু, মোঃ রেজু ইসলাম, সংগ্রাম সরকার, ফেরদৌসী আহম্মেদ, নীরঞ্জন হীরা, রাব্বু আহমেদ, ইলিয়াস আহমেদ, মোঃ সিফাত, ইক্তামনি তৃষা, উজালা আক্তার ঊর্মি, মোছাঃ তামান্না আক্তার তানিয়া, মোঃ সাব্বির, বিজলী খাতুন, রিয়া, মিষ্টি, নূর ইসলাম, আবু রহিম, মোঃ জাহিদুল ইসলাম, আয়েশা সিদ্দিকী, জেসমিন, নুসরাত জাহান তামান্না, রুমি, রেশমি ইসলাম। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন নীরঞ্জন হীরা। অস্থিত্বের সন্ধানে নাটকটি শেষে দিনাজপুর নাট্য সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম সারদেশ^রী স্কুলের প্রধান শিক্ষক ও দলনেতাকে ক্রেস্ট, উত্তরীয় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *