মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি // দিনাজপুর সদর উপজেলা বিএনপি ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ-২০২৪) সকাল ১১টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সভাপতি মোঃ মোকাররম হোসেন, মোঃ খালেকুজ্জামান বাবু ও আলহাজ্ব মাহবুব আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মুরাদ আহমেদ।
সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, চেহেলগাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাজিবুল ইসলাম, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, শেখপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজগর আলী, শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ডাল্টন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, আস্করপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ও কমলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আজগর আলী প্রমুখ।
প্রস্তুতি সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে আগামী ২ এপ্রিল-২০২৪ (২২ রমজান) মনসুর চৌধুরী দাখিল মাদ্রাসা মাঠে দিনাজপুর সদর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়।
এছাড়া সভায় ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত, শক্তিশালী ও পূর্ণগঠন করার ব্যাপারে আলোচনা করা হয়।
Leave a Reply