দেবহাটার বিভিন্ন রাস্তায় ঠান্ডা পানি ও শরবত বিতরণ

দেবহাটা প্রতিনিধি: তীব্র গরমে যখন জনজীবন অতিষ্ঠ ঠিক তখনই দেবহাটা উপজেলার বিভিন্ন রাস্তায় রাস্তায় সাধারণ মানুষকে ঠান্ডা পানির বোতল ও শরবত প্রদান করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সংগঠনের সদস্যরা। রবিবার সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে পথচারী, বিভিন্ন যানবহনের চালক সহ সাধারণ মানুষের মাঝে এ বিতরণ কর্মসূচি পালিত হয়। নওয়াপাড়া ইউনিয়নের উদ্যোগে ইউনিয়নের গাজিরহাট বাজারে জনসাধারণের মাঝে ১০০০ লিটার শীতল শরবত ৫০০ বোতল ন্যাচারাল পানি ও ৮০০ পিছ স্যালাইন বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। আলোকিত নওয়াপাড়ার ব্যানারে ইউনিয়ন জামায়াতের আমীর প্রকৌশলী মাহাবুব আলমের নেতৃত্বে কর্মসূচিতে উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ ইমদাদুল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল গফুর সরদার, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হাফেজ হাবিবুল্লাহ বাশার ও মাওলানা আবুল কালাম, ইউনিয়ন সেক্রেটারি রবিউল ইসলাম, সহ সেক্রেটারি, ইউনিয়ন টিম সদস্য, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সহ সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা উত্তর শাখার পক্ষ থেকে পারুলিয়া বাসস্ট্যান্ডে সকল পথচারীদের মাঝে তীব্র তাপদাহের কারণে তৃষ্ণার্ত ব্যক্তিদের বিনাম‚ল্যে শীতল পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখা সভাপতি ইমামুল ইসলাম, দেবহাটা উপজেলা উত্তর শাখা সভাপতি আব্দুর রহমান, সেক্রেটারি মোঃ রোকনুজ্জামান রোকন অন্যান্য সদস্যবৃন্দ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *