প্রতিহিংসার শিকারে নিঃস্ব আগার পুঞ্জির খসিয়ারা
প্রতিহিংসার শিকারে নিঃস্ব আগার পুঞ্জির খসিয়ারা
মোহাম্মদ সোহান
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত আগারপুঞ্জিতে গিয়ে করুন এক দৃশ্য দেখা যায়।
পুঞ্জির বাসিন্দারা বলেন, সেখানে ৪৮টি খাসিয়া পরিবারের বাস। পানচাষই তাদের একমাত্র জীবিকা। এখন পানের ভরা মৌসুম। রোববার সকালে পুঞ্জির লোকজন জুমে পান সংগ্রহ করতে যান। তাঁরা এ সময় প্রায় এক হাজার পানগাছ কাটা দেখতে পান। এ ব্যাপারে পুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) সুখমন আমসে বাদী হয়ে রোববার বিকেলে বড়লেখা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুঞ্জিপ্রধান সুখমন আমসে কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্থানীয় কারও সঙ্গে তাঁদের পূর্ববিরোধ নেই। পানগাছ কাটায় তাঁদের সাত-আট লাখ টাকার ক্ষতি হয়েছে। কে বা কারা এ কাজটি করল, সেটা তাঁরা বুঝে উঠতে পারছেন না। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান খাসিয়ারা।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন ঘটনা টা খুব দুঃখজনক তদন্ত সাপেক্ষে আমরা এর দ্রুত ব্যবস্থা নিব এবং প্রকৃত দোষী কে অবশ্যই আইনের আওতায় এনে তার শাস্তি নিশ্চিত করা হবে।