ফিংড়ী ইউনিয়নের ওয়ার্ড আ’লীগের ত্রি বার্ষিক সম্মেলন। গোপাল চন্দ্র মন্ডল সভাপতি ও রমজান আলী সাধারণ সম্পাদক।

মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে ।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নং ফিংড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান,সাবেক চেয়ারম্যান মোঃ সামছুর রহমান, গোলাম কিবরিয়া শাহিন সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উক্ত সম্মেলনে গোপাল চন্দ্র মন্ডল কে সভাপতি ও মোঃ রমজান আলী মোল্যা কে
সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।