মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
বুধবার ৩ মার্চ’২৪ বেলা প্রায় সাড়ে ১২টায় বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সামাজিক বন বিভাগ দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল আল মামুন বলেন, বন খেকোরা পাহাড় কেটে জাম্পারে করে মাটি নিয়ে যাবার সময় তাদেরকে ধাওয়া করতে গিয়ে দায়িত্বরত বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান সজল মর্মান্তিকভাবে মৃত্যু হয়। সজলের মর্মান্তিক মৃত্যুতে বন বিভাগের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। কারন হিসেবে তিনি বলেন, সরকারি কাজে দায়িত্ব পালন করতে গিয়ে এমন মৃত্যু মেনে নেওয়া সম্ভব নয়। আমরা বন বিভাগের পক্ষে সর্ব পর্যায়ে চেস্টা করছি। ধর্মপুর বিট কর্মকর্তা মোঃ মহসিন আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল আল মামুন। এসময় বক্তব্য রাখেন, মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন। কাহারোল বন বিটের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম (হেলাল), উচ্চমান সহকারী ছামিউল খানসহ আরো অনেকে। বক্তারা বলেন, এই হত্যাকান্ডের সাথে যারা তাদের ১০ জনের নামে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে। আর যেন এইভাবে কাউকে প্রান দিতে না হয়। বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভিন্ন স্তরের প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরকঃ-
মোঃ জাহিদ হোসেন
Leave a Reply