মোঃজাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি।। বিরলের মঙ্গলপুর মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ। আহত ৫।থানায় অভিযোগ দায়ের। আভিযোগ জানা যায়, গত শুক্রবার বাদ জুম্মা বিরল উপজেলায় ৯ নং মঙ্গলপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর পন্ডিতপারা জামে মসজিদে এই ঘটনাটিঘটে। ইস্তনীয়রা জানায় উক্ত এলাকার মৃত ইয়াছিন আলীর পুএ আবদুর রহিম সহ তার পরিবারের লোকজন দীর্ঘ দিন ধরে দিনাজপুর শহরে বসবাস করে আসছে। তারা শুক্রবার থেকে সন্দায় আবার শহরে চলে আসেন এরই ধারাবাহিকতায় গত শুক্রবার আবদুর রহিম ও তার পরিবারের লোকজন সকালেগ্রামের বাড়িতে যায়, এবং দুপুরে জুম্মার নামাজ পড়তে তার বাড়ীর সংলগ্ন মসজিদে নামাজ পড়ে বের হওয়ার সময় প্রতিপক্ষ ময়েজউদ্দিনের পুত্র আনারুল ইসলাম জিয়া,মনিরুজ্জামান মনির, ফরিদ দের পুত্র আলমও আলিম সহ তাদের পরিবারের মহিলারা হটাৎ করে আবদুর রহিমদের এই মসজিদে কেন নামাজ পড়েতে এসেছেন, আমরা তোমারদের এই মসজিদে নামাজ পড়তে দিবনা বলে বাকবিতন্ডা শুরু করে। এক পযার্য়ে তারা সংঘবদ্ধ হয়ে আবদুর রহিম পরিবারের উপর আক্রমণ করে এতে আবদুর রহিম তার পরিবারের ৫ জন আহত হয়। আহতরা হলেন আবদুর রহিম (৫৬), তার স্ত্রী শেফালী বকুল (৪২), হানিফ সাহারিয়ার রাজ (২২), রাজিউল রহমান (৬০) তার স্ত্রী নারগীছ বেগম (৪৫) আহত হয়। পরে পুলিশ ও এলাকা বাসি তাদের উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে,সরজমিনে গেলে সাংবাদিক কে এলাকার বাসিন্দারা জানায় যে এডভোকেট মাসুদ হাছান নের জমি দখল গাছ কেটে নেয়, পুকুরের মাছ মেরে নেয় এডভোকেট মাসুদ হাছান, ও তার স্ত্রী পরিবার কে হুমকি দিয়ে থাকে এলাকার বাসি দের দাবি এ বেপার প্রশাসনের হস্তো খেপ কামনা করেন।
Leave a Reply