ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্ত্রীর মৃত্যুতে দিনাজপুর জেলা বিএনপির শোক

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি // বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পীকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকারের সহধর্মিণী নুর আকতার সরকার-এর মৃত্যু দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২ মে-২০২৩) দুপুরে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর আকতার সরকার
ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
৩ মে বুধবার দুপুর ২টায় লালবাগ গোরস্থানে জানাজার নামাজ শেষে লালবাগ গোরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে।