ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ।

মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল খায়ের আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দ্য এডিটরস ও দৈনিক কালের চিত্রের সাংবাদিক মেহেদী হাসান শিমুল । এসময় অন্যান্যের মধ্যে অত্র বিদ্যালয়ের শিক্ষিকা সুনন্দা রানী সাহা শান্তশীলা, জেসমিন আরা,রোখসানা পারভীন, শিরিনা আক্তার, আরিফা লুবনা শিরিন, নাসরিন সুলতানাসহ শিক্ষার্থী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।