রাজধানীর ভাটারা থানার সামনে ব্যাটারী চালিত ভ্যান-রিক্সা শ্রমিকদের সড়ক অবরোধে তীব্র যানজট।

রাজধানীর ভাটারা থানার সামনে ব্যাটারী চালিত ভ্যান-রিক্সা শ্রমিকদের সড়ক অবরোধে তীব্র যানজট।

জাহিদুল হক রনি,বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর ভাটারা থানার সামনে ব্যাটারী চালিত ভ্যান-রিক্সা শ্রমিকরা রাস্তা অবরোধ করে তাদের দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করে। এতে করে বাড্ডা – কুড়িল বিশ্বরোড অংশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্বরাষ্ট্র মন্ত্রী সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারী চালিত ভ্যান-রিক্সা, ইজিবাইক বন্ধ ঘোষণা করার প্রতিবাদে আজ বেলা ১২টার দিকে ভ্যান-রিক্সা শ্রমিকরা রাস্তায় নেমে আসে। এসময় তারা স্বরাষ্ট্র মন্ত্রীর ঘোষণা প্রত্যাহারের দাবী জানান।বিক্ষোভকারীরা জানান,ব্যাটারী চালিত ভ্যান-রিক্সা বন্ধের নির্দেশে তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে,এসময় আন্দোলনরত কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।
আন্দোলন প্রসঙ্গে ডিএমপির দায়িত্বরত সার্জেন্ট নাজমুল হাসানের সাথে কথা বললে জানান,আন্দোলনের কথা উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে, উর্ধতন কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাটারী চালিত ভ্যান-রিক্সা শ্রমিকরা এখনো আন্দোলন অব্যাহত রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *