লোহাগড়া পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
লোহাগড়া পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
নিউজ ডেস্কঃ নড়াইলের লোহাগড়ায় পৌর এলাকায় নিরিবিলি পিকনিক স্পটের সামনে থেকে ৩৭শ ৬৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাাগড়া থানা পুলিশ, । শনিবার (২৬ জুন) ভোর রাতে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। আটকটকৃতরা হলো নড়াইল মহিষখোলা গ্রামের সেলিম শেখের ছেলে সাজ্জাদুর রহমান অপর জন কক্সবাজার, উখিয়া থানার পালংখালী গ্রামের জাহেদ আলমের ছেলে ইউনুচ মোল্যা।
শনিবার দুপুরে লোহাগড়া থানা ভবনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা জানান, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় এর নির্দেশনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন এর নেতৃত্বে এসআই সুমন হাওলাদার এবং এএসআই বিল্লাল হোসেনসহ সঙ্গীয় পুলিশ টিম থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ভোর রাতে কালনা-নড়ােইল মহাসড়কের নিরিবিলি পিকনিক স্পটের গেটের সামনে দুজন ব্যক্তি সিএনজি গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি বুুঝতে পেরে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ওই দুজনকে আটক করে। আটককৃতদের স্বীকারোক্তিতে ঘটনাস্থলেই সাজ্জাদুর রহমান সেলিম এর পরিহিত জিন্সের প্যান্টের পকেট থেকে ১৯শত পিচ এবং
ইউনুস মোল্যার প্যান্টের পকেট থেকে ১৮শত ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
নড়াইলের অকিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা বলেন, গ্রেফতারকৃতদের নামে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাললা নং-২৬। গ্রেফতারকৃত সাজ্জাদুর রহমান সেলিমের নামে মাদক মামলা সহ ৭ টি মামলা রয়েছে। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকার উর্ধে