শিবচরে সড়ক দুর্ঘটনায় চীনা নাগরিক নিহত

 

মোঃ স্বাধীন আহমেদ

মাদারীপুরের শিবচরে ড্রাম ট্রাক ও ডাবল কেবিন পিক-আপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সাংবিন (৩২) নামের এক চীনা নাগরিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার দৌলতপুর বাঁচামারা ব্রিজ এলাকার ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী।

সাংবিন (৩২) পদ্মা সেতু রেল প্রকল্পের ডিভিশন-২ এর ৪ নম্বর ইউনিটে সার্ভে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহেল বাকী জানান, আজ সকাল ৮টার দিকে ভাঙ্গা থেকে ঢাকাগামী পদ্মাসেতু রেলওয়ে প্রকল্পের ডাবল কেবিন পিক-আপ গাড়িটি শিবচর উপজেলার দৌলতপুর বাঁচামারা ব্রিজের কাছে আসলে অপর দিক থেকে আসা একটি ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চীনা সার্ভে ইঞ্জিনিয়ার সাং বিনসহ ৫ জন আহত হন। এর মধ্যে সাংবিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়ে। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *