সাতক্ষীরার কাওনডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখম।

কলারোয়া প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার কাওনডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী -স্ত্রীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
ঘটনা ঘটেছে- সোমবার সকাল ১০টার দিকে
সদর উপজেলার কাওনডাঙ্গা গ্রামে। শুক্রবার সকালে আহত শিল্পী খাতুন (২৭) ও মোঃ আবু শাহিন জানায়-প্রতিবেশী মোহাম্মদ বারিক গাজী, ওছিকুল গাজী ও মোমেনা খাতুন তুচ্ছ ঘটনায় আমাদের স্বামী স্ত্রীর উপর হামলা করে। আমার স্ত্রী তাদের বাড়ীর দিকে একটু তাকিয়ে ছিলো এজন্য তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর ইট পাটকেল ছুড়ে ও বাঁশের লাঠি দিয়ে এলো পাতাড়ী ভাবে মারপিট করেন, এতে করে শাহিনুরের স্ত্রী শিল্পী খাতুন(২৭) গুরুতর আহত হন এবং আহত হয়ে তারা দুইজন কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। একটু সুস্থ্য হয়ে সদর থানায় অভিযোগ দিবেন বলে জানান।