সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন নির্বাচন করাই কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন ফিংড়ী বাসি

 

মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে:

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন নির্বাচন করাই কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন ফিংড়ী বাসি। জানা গেছে গত ৬ মার্চ সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা- তুজ- জোহরা স্বাক্ষরিত,০৫.৪৪.৮৭৮২.০০১.০১.০১৬.২২ নং স্বারকে এবং সাতক্ষীরা জেলা প্রশাসক এর কার্যালয় সাতক্ষীরার০৫.৪৪.৮৭০০.০১০.৫৯.০১৫.১৬.৫৯.২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের স্বারকে স্মার্ট বাংলাদেশ বিনির্মান কার্যক্রম বাস্তবায়নের উদ্দ্যেশ্যে ইউনিয়ন,গ্রাম,ইউনিয়ন ভুমি অফিস,কমিউনিটি ক্লিনিক,ও বিদ্যালয়কে নির্বাচনের তালিকায় সাতক্ষীরা সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ১৪ নং ফিংড়ী ইউনিয়ন কে স্মার্ট ইউনিয়নের জন্য তালিকাভুক্ত করাই সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা- তুজ- জোহরা সহ উর্ধতন কর্তৃপক্ষকে অভিনন্দন ও সুভেচ্ছা জানিয়েছেন ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান,মেম্বর ইউছুপ সরদার, সাংবাদিক মোঃ আরশাদ আলী,আবু সাঈদ মোল্যা,রেবেকা সুলতানা,মাহফুজ সরদার,খান আ: হামিদ,জাহিদুজ্জামান বাবু,রত্না রানী সরকার, মেম্বর সাংবাদিক মো: আবু ছালেক,আ: রাজ্জাক,দিপংকর কুমার ঘোষ ও সালমা খাতুন সহ ফিংড়ী ইউনিয়ন বাসি। একই স্বারকে সাতক্ষীরা সদর উপজেলাকে স্মার্ট উপজেলা,ভালুকা চাদপুর গ্রাম কে স্মার্ট গ্রাম,পৌর ভুমি অফিসকে স্মার্ট ভুমি অফিস,ভোমরার রাধানগর কমিউনিটি ক্লিনিক কে স্মার্ট কমিউনিটি ক্লিনিক,ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়কে স্মার্ট বিদ্যালয় হিসাবে নির্বাচন করা হয়েছে। ইতিমধ্যেই চেয়ারম্যান সহ স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানদের অনুলিপি প্রদান করা হয়েছে।ফিংড়ী ইউনিয়ন কে স্মার্ট ইউনিয়ন হিসাবে নির্বাচন করাই ইউনিয়নের সার্বিক দিক তুলে ধরা হল, ফিংড়ী ইউনিয়নে চির নিদ্রায় স্বায়িত রয়েছেন খান আতিয়ুর রহমান পির কেবলা,আলহাজ্ব মজিদ বক্স পির কেবলা,বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার,এছাড়া ফিংড়ীর কৃতি সন্তান সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম বর্তমান সততার সাথে দায়িত্ব পালন করছেন,দায়িত্ব পালন করছেন ফিংড়ীর জোড়দিয়ার কৃতি সন্তান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের উপ সচিব মো: মোমিনুর রশীদ মোমিন সহ আছে অনেক গুনিজন,ফিংড়ী ইউনিয়নের প্রেসিডেন্ট বা চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যেই যারা দায়িত্ব পালন করেছে তারা হলেন কালিদাস বোষ,দেলবর সরদার,ইয়াহিয়া খান,ওমর আলী,আ: বারি,বীর মুক্তি যোদ্ধা আবুল খায়ের সরদার,আলহাজ্ব মো: নজরুল ইসলাম,আলহাজ্ব মো: হাবিবুর রহমান,মহাদেব চন্দ্র ঘোষ( ভারপ্রাপ্ত),সামছুর রহমান এবং বর্তমান কর্মরত লুৎফর রহমান।১১ নভেম্বর ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে লুৎফর রহমান বিজয়ি হয়ে মেম্বর ইউছুপ সরদার,আরশাদ আলী,আবু সাঈদ মোল্যা,রেবেকা সুলতানা,মাহফুজ সরদার,খান আ: হামিদ,জাহিদুজ্জামান বাবু,রত্না রানী সরকার, মেম্বর সাংবাদিক মো: আবু ছালেক,আ: রাজ্জাক,দিপংকর কুমার ঘোষ ও সালমা খাতুনকে সংগে নিয়ে সততার সাথে ফিংড়ী ইউনিয়নের উন্নয়ন সহ সকল কার্যক্রম করাই আজ এ সফলতা অর্জন, আর এ সফলতার জন্য ফিংড়ী ইউনিয়ন বাসি গর্বিত।