সুন্দরবনে বনদুস্যদের মাঝে র‌্যাবের ঈদের উপহার বিতরণ

সুন্দরবনে বনদুস্যদের মাঝে র‌্যাবের ঈদের উপহার বিতরণ

রাজু রায়হান,স্টাফ রিপোর্টার;

সুন্দরবনের আত্মসমর্পণকারী বনদুস্যদের মাঝে ঈদের উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে র‌্যাব।

রবিবার (৯ মে) বেলা ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ডসংলগ্ন সুন্দরবন প্রেসক্লাবের সামনে র‌্যাবের মহাপরিচালকের পক্ষে র‌্যাব-৮ এর সদস্যরা আত্মসমর্পণকারী বনদুস্যদের মাঝে ঈদের উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

এসময় র‌্যাব-৮ এর অপারেশন অফিসার এএসপি সনজয় কুমার সরকার ৬৯ জন আত্মসমর্পণকারী বনদুস্যর হাতে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে জানানো হয়, আত্মসমর্পণকারী বনদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *