সোনাইয়ের বাতিঘর ” কর্তৃক অসহায় পরিবার ( ৬০ টি) কে ইফতার সামগ্রি বিতরন।

সোনাইয়ের বাতিঘর ” কর্তৃক অসহায় পরিবার ( ৬০ টি) কে ইফতার সামগ্রি বিতরন।

রাজু রায়হান, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিন ভাদিয়ালী তে অরাজনৈতিক সমাজ সেবামূলক সংগঠন সোনাই এর বাতিঘড় এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান (২০২১) উপলক্ষে কর্তৃক অসহায় পরিবার ( ৬০ টি) কে ইফতার সামগ্রি বিতরন।

বিতরনে অংশ গ্রহণ করছিলেন:- সভাপতি বাবলুর রহমান,উপদেষ্টা শরিফুল ইসলাম,তাওহিদ বিন মুদারছির,নিত্যনন্দ ঘোষ,মহিদুল ইসলামী উজ্জল, ডিকুল গাজী, আবিদুর রহমান,মারুফ হোসেন,এম এ রায়হান,তারেক আজিজ,আলতাফ হোসেন,শরিফ হোসেন,জিয়ারুল (সার্ভেয়ার)।
মানবতার সেবায় সদা জাগ্রত সোনাইয়ের বাতিঘর, জিন্দাবাদ।
বিঃ দ্রঃ- সবারই সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *