ঐতিহ্যবাহী গ্রাম বাংলার হা ডু ডু খেলার বিজয়ী ভোজন

সাতক্ষীরা কলারোয়া উপজেলার ওফাপুর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা ৭ নং ওয়ার্ডের মোঃ মোস্তাক হোসেন,সাকিবওমিঠুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এ খেলায় ৮ দল অংশ গ্রহন করে। এতে ফাইনাল খেলায় প্রথম স্থান লাভ বসন্ত পুর যুব সংগ এবং দ্বিতীয় স্থান লাভ করে গাজনা। উক্ত খেলায় প্রথম পুরষ্কার হিসাবে ছিলো একটি খাসি ছাগল আর দ্বিতীয় পুরষ্কার হিসাবে ছিলো একটি রাজহাঁস। ঐতিহ্য বাহী খেলায় প্রথম স্থান অধিকারী দলের আলিম শেখ পুরষ্কার তুলে নিয়ে আনন্দে উৎফুল্লে বসন্ত পুর যুব সমাজের সঙ্গে নিয়ে রাত্র ভোজনের আয়োজন করে উক্ত ভোজনের সভাপতি করেন জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ আরিজুল ইসলাম। উক্ত ভোজনে তিন শতাব্দীর বেশি যুব সমাজ সহ এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দে উৎফুল্লে অধিনায়ক সাখ্খাতে বলেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বাহী হা ডু ডু খেলা পূর্বে বহুল প্রচালিত ছিলো। যা আজ দিন দিন  হারিয়ে যেতে চলেছে কিন্তু আজ এই যুব সমাজ খেলাটিকে উৎজিবিতো করার লক্ষ্যে সামপ্রতি সময়ে বিভিন্ন এলাকায় আয়োজন করছে। এরি মধ্যে বসন্ত পুর যুব সমাজ উক্ত খেলায় অংশ গ্রহন করে। আজ প্রথম স্থান লাভ করায় আমরা সকলেই আনন্দিত। এবং ধারাবাহিকতা ধরে রাখতে এ-ই ভোজনের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সরস কাটি পুলিশ কাম্পের ফোর্স সহ ইনচার্জ শেখ আবুবক্কর সিদ্দিক সাতক্ষীরা বার্তা, ধানদিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান  ৩ নং ওয়ার্ড সদস্য মোখলেছুর রহমান বাবু,২নং ওয়ার্ড সদস্য রিজাউল ইসলাম ,তামিম,রুস্তম,বেনজির,আরিফ  ,ইমন,সালাম,নয়ন,জুয়েল আরো অনেকে

সাতক্ষীরা বার্তা সম্মাদক মোঃ মেহেদী হাসান


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *