1. nazmulrj40@gmail.com : md nazmul : md nazmul
  2. mizansatkhirapress@gmail.com : Satkhira Barta : Satkhira Barta
  3. tasahmed7@gmail.com : satkhira barta : satkhira barta
  4. shohaghassan0912@gamil.com : মোহনা নিউজ : মোহনা নিউজ
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

জেলা পুলিশ যশোরের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৩২ Time View

জেলা পুলিশ যশোরের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত।

অদ্য ২৫/০৪/২০২১ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স কনফারেন্স রুমে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করা হয়।

কল্যাণ সভা শেষে গত মাসের লটারির মাধ্যমে তিন জন পুরস্কার বিজয়ী কনস্টেবল এর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে কেসবপুর থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ জনাব জসিম উদ্দিন কে বিদায় সংবর্ধনা প্রদান ও যশোর জেলা থেকে পিআরএল গমনকারী দুই জন কনস্টেবল কে আনুষ্ঠানিকতার সাথে বিদায় সম্মাননাসূচক ক্রেস প্রদান করা হয়।

পরবর্তীতে দুপুর ১২.০০ ঘটিকায় একই স্থানে জেলা পুলিশের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় গত মাসের অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।

অপরাধ সভার শুরুতেই মার্চ/২০২১ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

মার্চ/২০২১ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন-

১। শ্রেষ্ঠ ও চৌকস সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়েছেন, জনাব জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ‘নাভারণ’ সার্কেল, যশোর।

২। শ্রেষ্ঠ ও চৌকস অফিসার ইনচার্জ হয়েছেন, জনাব মোঃ তাজুল ইসলাম, অফিসার ইনর্চাজ, কোতয়ালা মডেল থানা, যশোর।

৩। মার্চ/২০২১খ্রিঃ মাসে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এসআই(নিঃ)/ মোঃ মুফিজুল ইসলাম,পিপিএম, জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোর।

৪।মার্চ/২০২১খ্রিঃ মাসে ট্রাফিক পুলিশের চৌকস অফিসার টিএসআই/ মোঃ সাইফুল ইসলাম, ট্রাফিক শাখা, যশোর।

৫।শ্রেষ্ঠ থানার এসআই হলেন এসআই(নিঃ)/ জনাব মোঃ কামাল হোসেন, কোতয়ালী মডেল থানা, যশোর।

৬।শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারঃ এসআই(নিঃ)/ মোহাম্মদ মফিজুর রহমান, চাঁচড়া পুলিশ ফাঁড়ী, কোতয়ালী মডেল থানা, যশোর।

৭। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল ও নিস্পত্তিকারী অফিসার এসআই(নিঃ)/ মোঃ মিরাজ খাঁন, কোতয়ালী মডেল থানা, যশোর।

৮।থানার শ্রেষ্ঠ এএসআই(নিরস্ত্র)/ মোঃ শাহিনুর রহমান, কোতয়ালী মডেল থানা, যশোর।

৯। তদন্তকেন্দ্র/ক্যাম্প/ফাঁড়ির শ্রেষ্ঠ এসআই(নিঃ)/ মোঃ সাইফুল মালেক, উপশহর পুলিশ ক্যাম্প, কোতয়ালী মডেল থানা, যশোর।

১০। মার্চ/২০২১খ্রিঃ মাসে জেলা বিশেষ শাখার শ্রেষ্ঠ( এডিআইও/ওয়াচার)হয়েছে মোঃ আমিনুর রহমান, ডিআইও, জেলা বিশেষ শাখা, যশোর।

এসময় পুলিশ সুপার মহোদয় বলেন কর্মক্ষেত্রে কাজের গতিবৃদ্ধির জন্য আগামীতে পুরষ্কারের পরিমান আরো বৃদ্ধি করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসেন, বিশেষ, পুলিশ সুপার, সিআইডি, যশোর মহোদয়, জনাব রেশমা শারমিন, পুলিশ সুপার, পিবিআই, যশোর, মহোদয়, জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার, (অপরাধ ও প্রশাসন), যশোর, জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম, অতিঃ পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, যশোর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিঃ পুলিশ সুপার, ‘ক’ সার্কেল, যশোর, জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার, ‘খ’ সার্কেল, যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর), যশোর, জনাব আলী আহমেদ হাশমি, সিনিয়র সহকারী পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, যশোর, জনাব জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, নাভারণ, সার্কেল, যশোর, এএসপি(প্রবি), সকল থানার অফিসার ইনচার্জ, যশোর সিআইডি প্রতিনিধি, ডিআইও-১, আরআই পুলিশ লাইন্স, আরওআই রিজার্ভ অফিস, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন ) সহ জেলা পুলিশের উদ্ধর্তন অফিসার ও ফোর্সগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান উপদেষ্টা

মো: মোশারফ হোসেন
প্রযুক্তি সহায়তায়: csoftbd