দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে শীতার্ত অসহায় ও গরিবদের মাঝে কম্বল বিতরণ করেন আলতাফুজ্জামান মিতা

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামীলীগ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বলেছেন, অসহায় গরিব-দরিদ্র মানুষকে পিছনে ফেলে নয়, সবাইকে সাথে নিয়ে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একসাথে এগিয়ে আসতে হবে।
১৮ জানুয়ারী বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে অসহায় ও গবির শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার সভাপতি শাহ্জাহান নভেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান জুয়েল বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছি এবং থাকবো। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার যে কার্যক্রম শুরু হয়েছে তা এখন স্বপ্ন নয় বাস্তবে পরিণত হতে চলছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়া, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আকতারুজ্জামান, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুদ্দীন আখতার, জেলা মৎস্যজীবী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লাভলী আক্তার, উপদেষ্টা মন্ডলীর সদস্য মর্জিনা তনু, সদস্য জয়ন্ত ঘোষ ও মোঃ বজলার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রদীপ ঘোষ।