1. nazmulrj40@gmail.com : md nazmul : md nazmul
  2. mizansatkhirapress@gmail.com : Satkhira Barta : Satkhira Barta
  3. tasahmed7@gmail.com : satkhira barta : satkhira barta
  4. shohaghassan0912@gamil.com : মোহনা নিউজ : মোহনা নিউজ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

দুইটা কিডনি নষ্ট সুমনের, সে বাঁচতে চাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২২২ Time View

দুইটা কিডনি নষ্ট সুমনের, সে বাঁচতে চাই

রাজু রায়হান, স্টাফ রিপোর্টার:

সুমন কুমার দাশ। বয়স ৩৫ বছর । দীর্ঘ ৭ বছর যাবত কিডনি রোগে আক্রান্ত। প্রাথমিক পর্যায়ে তাকে মাসে একবার ডায়ালিসিস করতে হতো কিন্তু বর্তমান পর্যায়ে সপ্তাহে দুটি ডায়ালাইসিস করা প্রয়োজন হয়ে পড়েছে। সুমন কুমার দাশ এর বাবা সন্তোষ দাশ একজন দিনমজুর।। এলাকা ভিত্তিক সামান্য কিছু সাহায্য সহযোগিতার মাধ্যমে তার দৈনন্দিন চিকিৎসা ও ডায়ালাইসিস কোনক্রমে চলে আসছে। বেঁচে থাকার জন্য আকুল মিনতি তার। সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সুমন কুমার দাশ।

 

ডাক্তারের ভাষ্যমতে এখনই যদি তার কিডনি প্রতিস্থাপন করা যায় তাহলে সে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।

সুমন কুমার দাশ জানান, ইতি মধ্যে তার মায়ের কিডনি তার সাথে ম্যাচিং হয়েছে বলে জানান চিকিৎসকরা। গাজী মেডিকেল থেকে তিনি ডায়ালাইসিস করান। প্রতিবার ডায়ালাইসিস করাতে ৩২ শ থেকে ৫ হাজার খরচ হয় । হতদরিদ্র বাবার পক্ষে সেই খরচ করা অসম্ভব হয়ে দাড়িয়েছে । সুমন দাশের মা রীতা দাশের কিডনি তার শরীরে প্রতিস্থাপন করা ও আগে পরে বিভিন্ন খরচ বাবদ ৫ থেকে ৭ লক্ষ টাকা খরচ পড়বে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

মা রীতা দাশ জানান , আমার কিডনি দেওয়ার জন্য সকল পরীক্ষা সম্পর্ণ করেছি কিন্তু কিডনি প্রতিস্থাপনের খরচ যোগাতে না পারায় ছেলেটি আমার ধুকে ধুকে আজ মৃত্যু পথযাত্রী।

কোন সহৃদয়বান ব্যক্তি , কোন দাতা সংস্থা বা সরকারিভাবে যদি এই অসহায় তরুণ ছেলেটির জন্য চিকিৎসার সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে বেঁচে যেতে পারে একটি তরতাজা প্রাণ । তাই পরিবারটির মুখে হাসি ফোটাতে সকলের সাহায্য কামনা করেছে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান উপদেষ্টা

মো: মোশারফ হোসেন
প্রযুক্তি সহায়তায়: csoftbd