পটুয়াখালীর গলাচিপায় গ্রাম পুলিশ ও(দফাদার মহল্লাদার)মাঝে চেক ও সম্মাননা স্বারক প্রদান।

মোঃ হাফিজুল ইসলাম শান্ত স্টাফ রিপোর্টার

দীর্ঘ ২২৬ বছর পর অবশেষে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে মর্যাদা পেলেন গ্রামপুলিশ তথা ইউনিয়ন পরিষদের দফাদার ও মহল্লাদাররা। সর্বশেষ সরকারি বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন তারা।

থাকছে পেনশন সুবিধা। প্রতিটি ইউনিয়নে মোট নয়জন করে দেশে মোট দফাদার ও মহল্লাদার রয়েছেন ৪৭ হাজার। হাইকোর্টের এক রায়ে তাদের দাসত্ব ঘুচল।

বাংলার ইতিহাসে সর্ব প্রথম পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রোজ মঙ্গলবার বেলা ১১টায় সময় উপজেলার মিলনায়তন হল রুমে গ্রাম পুলিশ(দফাদার মহল্লাদার) মাঝে চেক বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোট ১২ টি ইউনিয়নের ১২জন দফাদারসহ ১০৮ জন গ্রামপুলিশ রয়েছে।তাদের মধ্যে অবসরপ্রাপ্ত ছয়জনকে ৫০হাজার টাকার চেক ও সম্মাননা স্বারক প্রদান করেন প্রধান অতিথি মোঃ মহিউদ্দিন আল হেলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা,গলাচিপা।আরো উপস্থিত ছিলেন মোঃ ফেরদৌস আলম গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানসহ সাংবাদিকরা।