বিরলে সেফটি ট্যাংক পরিস্কার করতে নেমে কিশোরের মৃত্যু

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি//
উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের দক্ষিন জগতপুর গ্রামে আজ সোমবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শৌচাগারের সেফটি ট্যাংক পরিস্কার করতে নেমে শফিকুল ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন লিটন দেবশর্মা (২৫) নামে আরও একজন।

নিহত শফিকুল ইসলাম একই গ্রামের আইনুল ইসলামের ছেলে। আহত লিটন দেবশর্মা একই গ্রামের কুশল দেবশর্মার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমীন জানান, দক্ষিন জগতপুর গ্রামের উপেশ্বর দেবশর্মা একটি নতুন বাড়ী নির্মাণ করছেন। কয়েকদিন আগেই নির্মাণ করা হয় শৌচাগারের সেফটি ট্যাংক। সোমবার বিকেলে সেই সেফটি ট্যাংক পরিস্কার করতে নামে শফিকুল ইসলাম। নেমেই সেফটি ট্যাংকের মধ্যে অসুস্থ্য হয়ে পড়ে সে। তাকে উদ্ধার করতে নেমে অসুস্থ্য হয়ে পড়ে লিটন দেবশর্মাও।

এরপর তাদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং লিটন দেবশর্মাকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক বাবুল চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।