সাতক্ষীরার চার আসনের ৩টিতে নৌকা, ১টিতে লাঙ্গলের জয়

ডেক্স রিপোর্ট।

সাতক্ষীরার চারটি আসনে এমপি হলেন যারা

সাতক্ষীরার চারটি আসনে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টিতে নৌকা ও একটিতে লাঙ্গল জয় লাভ করেছে। বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন ১ লাখ ৪৮ হাজার ৪৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত পেয়েছে ১৮ হাজার ৫৫৩ ভোট পেয়েছেন।

সাতক্ষীরা-২ সদর আসনে লাঙ্গল প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী আশরাফুজ্জামান আশু ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ২৭ হাজার ৪৪৭ ভোট পেয়েছেন।

নিকটতম অন্য প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী আফসার হোসেন ট্রাক প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৭৯৮ ভোট, কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এহসান বাহার বুলবুল ৪৮০ ভোট পেয়েছেন। তৃণমূল বিএনপির মোস্তফা ফারহান মেহেদী সোনালী আঁশ প্রতীক নিয়ে ৩০৩ ভোট পেয়েছেন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) মো. আনোয়ার হোসেন আম প্রতীক নিয়ে ৯৩৮ ভোট পেয়েছেন, বিএনএমের মো. কামরুজ্জামান বুলু নোঙর প্রতীকে পেয়েছেন ৭২৫ ভোট।

আসনটির ১৩৮টি ভোট কেন্দ্রে মোট ভোট গ্রহণ হয়েছে ১২৬০৪৪টি। এই আসনটিতে ভোটের মাঠে লড়েছেন ৭
প্রার্থী
সাতক্ষীরা-৩ আসনে (দেবহাটা, আশাশুনি, কালিগঞ্জ আংশিক) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৩ হাজার ৪৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির আলিফ হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে ৭ হাজার ৭৬ ভোট পেয়েছেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুল হামিদ আম প্রতীকে ১ হাজার ১ শত ৪৮ ভোট পেয়েছেন, জাকের পার্টির মঞ্জুর হাসান পোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৩৯ ভোট পেয়েছেন, তৃণমূল বিএনপির রুবেল হোসেন সোনালী আঁশ প্রতীকে ৫৬৩ ভোট পেয়েছেন, সাম্যবাদী দলের তরিকুল ইসলাম চাকা প্রতীকে ৩৯২ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, আ.ফ.ম রুহুল হক বর্তমান সংসদ সদস্য আসনটির। বিরোধীদলগুলো ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে আ. ফ. ম. রুহুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাতক্ষীরা-৪ আসন শ্যামনগর ও কালিগঞ্জ (আংশিক) নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে লক্ষাধিক ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী সংসদীয় এ আসনের ১৪৩টি কেন্দ্রে নৌকার প্রার্থীর প্রাপ্ত ভোট ১ লাখ ৪০ হাজার ৪৬টি। বিপরীতে দ্বিতীয় স্থানে থাকা বিএনএমের এইচএম গোলাম রেজার মোট প্রাপ্ত ভোট ৩৮ হাজার ৯৮৬।

অন্যান্য প্রার্থীদের মধ্যে তৃণমূল বিএনপির আসলাম আল মেহেদী সোনালী আশ প্রতীকে ৫০৯ ভোট, জাতীয় পার্টির মো. মাহবুবুর রহমান লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৩৩৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীকে ৫৮২ ভোট, বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম ডাব প্রতীকে ১ হাজার ৩২ ভোট এবং এনপিপির শেখ ইকরামুল আম প্রতীকে ৪৯৩ ভোট পেয়েছেন।

সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনের ফলাফল ও বেসরকারিভাবে নির্বাচিতদের ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ন কবির।