সাতক্ষীরার হাবিবুরের হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কুরআন।

শেখ সালাউদ্দিন,কালিগন্জ প্রতিনিধি:

সাতক্ষীরায় অবস্থিত মাসজিদে কুবা এটি সাতক্ষীরার ঐতিহ্যবাহী একটি মসজিদ।

সাতক্ষীরার হাবিবুরের হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কুরআন শরীফটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টির জন্য আগামী রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেয়া হচ্ছে।
সাতক্ষীরার ছেলে মোঃ হাবিবুর রহমানের লেখা কুরআন শরীফটির বৈশিষ্ট্য হলো: দৈর্ঘ্য- ১১ফুট, প্রস্থ- ১৭ ফুট ৩ ইঞ্চি, পৃষ্ঠার সংখ্যা- ১৪২ পাতা, ওজন- ৪শত ৫ কেজি, ব্যবহারিত আর্ট পেপারের সংখ্যা ৩৪০৮টি, ব্যবহৃত কলমের সংখ্যা- ৬৬০টি ওয়াটার পুরুফ পার্সানেন্ট মার্কার পেন, লেখার কালার- লাল, নিল, সবুজ, কালো, প্রতি পাতায় কলমের সংখ্যা- ৪টি, মার্জিনএবং পেজের ডিজাইন করতে ৩,৫০,০০০ (তিন লক্ষ পঞ্চাশ হাজার) বার আল্লাহু শব্দটি লেখা হয়েছে, লেখার মোট সময়কাল- ৬বছর ৮মাস ২৩ দিন।
উক্ত মসজিদের কমিটি সহ সকল মুসল্লী হাবিবুরের প্রসংশা করছেন তাকে সবাই স্নেহ করেন তারা তার হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কুরআন শরীফ দেখতে আসেন জেলার বিভিন্ন গ্রাম থেকে মানুষ তার হাত লেখা বিশ্বের সর্ববৃহৎ কুরআন শরীফ দেখতে আসেন।