দিনাজপুরে দেশের একমাত্র লৌহখনিতে ৪র্থ কূপের খনন শুরু..

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অবস্থিত দেশের একমাত্র লোহার খনির চতুর্থ কূপ খনন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এর আগে ২০১৩ সালে প্রথমাবেরর মতো উপজেলার মুর্শিদপুর এলাকায় কূপ খনন কার্যক্রম শুরু হয়।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে এ কূপ খনন কার্যক্রম উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক।

বলা হচ্ছে , এ লোহার খনিতে ৬২৫ মিলিয়ন মেট্রিক টন লোহা মজুদ রয়েছে।যা সারাদেশের ৩০ বছরের লোহার ঘাটতি মেটাবে।

দিনাজপুর বড়পুকুরিয়া কোল্ড মাইনিং কোম্পানির তত্ত্বাবধানে এ কূপের প্রিলিমিনারি স্ট্যাডি ফর ডেভলপমেন্ট শীর্ষক জরিপ চলছে।

উল্লেখ্য, বর্তমানে একক জেলা হিসেবে দিনাজপুরই গোটা বাংলাদেশকে ৩টি খনিজ সম্পদ কয়লা,কঠিন শিলা ও লোহা সরবরাহ করছে।