লায়লা পারভীন সেঁজুতি সংরক্ষিত আসনে এমপি হওয়ায় ব্রহ্মরাজপুর বাজারে মিষ্টি বিতরণ

মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে ।
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সাতক্ষীরা থেকে আলহাজ্ব শহীদ স ম আলাউদ্দিন তনয়া,দৈনিক পত্রদূতের সম্পাদক, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা পারভীন সেঁজুতি এমপি মনোনীত হওয়ায়১৭ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে মিষ্টি বিতরণ করা হয়েছে।
স্থানীয় সাংবাদিকদের আয়োজনে ও দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হকের সার্বিক ব্যবস্থাপনায় ব্রহ্মরাজপুর বাজারে মিষ্টি বিতরণকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করে। এসময় সাধারণ জনগন বলেন-লায়লা পারভীন সেঁজুতিকে এমপি মনোনীত করায় সাতক্ষীরা জেলার মানুষের মধ্যে অভূতপূর্ব আনন্দ উল্লাস করতে দেখা যাচ্ছে। গত দুই দশকের মধ্যে সাতক্ষীরা জেলার আপামর জনসাধারণ অন্য কোন ইস্যুতে এত বেশি খুশি হয়নি যতটা খুশি হয়েছে লায়লা পারভীন সেঁজুতিকে এমপি মনোনীত করায়। লায়লা পারভীন সেঁজুতি সাতক্ষীরার মাটি ও গণমানুষের নেত্রী।তিনি এমপি হওয়ায় সাতক্ষীরার গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।শহীদ স ম আলাউদ্দিন বেচে থাকলে সাতক্ষীরায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হতো কিন্তু ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে সেদিন শুধু আলাউদ্দিনকে হত্যা করা হয়নি। হত্যা করা হয়েছিল সাতক্ষীরার উন্নয়নের অগ্রযাত্রাকে।তাই লায়লা পারভীন সেঁজুতি তার পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে যোগ্য নেতৃত্বে সাতক্ষীরাকে উন্নয়নের স্বর্নশিখরে নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা করেন সাতক্ষীরাবাসী।মিষ্টি বিতরণ শেষে দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হক সবাই কে লায়লা পারভীন সেঁজুতি এমপির জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেন।