জমে উঠেছে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে।
ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি বার্ষিক নির্বাচন উপলক্ষে ২৪ মার্চ রবিবার পুলিশ প্রহরায় প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এর আগে গত ১৫ মার্চ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়। বিজ্ঞাপ্তিতে জানা যায়, ১৯ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত মনোনয়ন পত্র ক্রয় এবং জমা, ২৪ মার্চ যাচাই-বাছাই, ২৭ মার্চ প্রত্যাহার এবং আগামী ৮ এপ্রিল সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে। গতকাল রবিবার দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাই শেষে পুরুষ ১২ জন ও মহিলা ৪ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দাতা সদস্য পদে নীতিমালা অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন পূর্বে টাকা জমা দেওয়ার বিধান থাকলেও দাতা সদস্য হাসান হাদী গত ইং ২৬/১১/২০২৩ তারিখে টাকা জমা দেওয়ায় এবং বর্তমান কমিটির মেয়াদকাল আগামী ২০ মে শেষ হওয়ার ফলে ১৭৭ দিন হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনজুর এ মতিন। তার সদস্য পদ নিয়ে বিতর্ক হলে প্রিজাইডিং অফিসার সঞ্জীব কুমার দাস বলেন- বিষয়টি আমার এখতিয়ার বহির্ভূত। এটা নিয়ে আপনাদের কোন অভিযোগ থাকলে আপনারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে অভিভাবক ধুলিহর গ্রামের মোঃ নুরমান সরদারের পুত্র সোহরাব হোসেন তাৎক্ষণিক ভাবে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে বলে স্হানীয়রা জানিয়েছেন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *