1. nazmulrj40@gmail.com : md nazmul : md nazmul
  2. mizansatkhirapress@gmail.com : Satkhira Barta : Satkhira Barta
  3. tasahmed7@gmail.com : satkhira barta : satkhira barta
  4. shohaghassan0912@gamil.com : মোহনা নিউজ : মোহনা নিউজ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
চোর থেকে শহিদুল হলেন সাংবাদিক আল আমিন সরদার স্টাফ রিপোর্টারঃএকসময় এলাকার বহু বিয়ের হোতা দূধষ চোর রাতা রাতি সাংবাদিক হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে সে কথিত অনলাইন টিভির পরিচয় দিয়ে এলাকায় চাদাবাজি করে বেড়াচ্ছে।এছাড়া সেই সুযোগ কাজে লাগিয়ে গোপনে মাদক ব্যাবসা চালাচ্ছে। তার কাজে কেউ প্রতিবাদ করলে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এলাকাবাসী জানায় শহিদ এলাকার একজন নামকরা চোর ও বহু বিয়ের হোতা। সে বর্তমানে ভূয়া সাংবাদিক সেজে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে বেড়াচ্ছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গোপ্তারে জন্য এলাকাবাসী জোর দাবী জানাচ্ছে। পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্য সাংবদিক আলামিন সরদার জানায়, কিছুদিন আগে তার সাথে পরিচয় হয়। এরপর অনলাইন টিভির লাইসেন্স করবে বলে ২৫হাজার টাকা হাতিয়ে নেয়। কিছুদিন পর সে চাইতে গেলে টাকা দিতে অস্বীকার জানায়। উপায় না পেয়ে আমি সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করি। এছাড়া শহীদ বর্তমানে ভুয়া সাংবাদিক সেজে সকাল থেকে কাগজপাতি বিহীন মটর সাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় ধান্দা করে বেড়চ্ছে।আমি তার গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাজে জোর দাবি জানায়।
তালায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গন অনশন নব কুমার দে,তালা থেকে ঃ সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তালা উপজেলা শাখার আয়োজনে এই গন অনশন অনুষ্ঠিত হয়। শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় ৭ দফা দাবিতে এই গন অনশন শুরু হয়ে র‍্যালির মাধ্যমে পাটকেলঘাটা কালিবাড়ী চত্বরে শেষ হয়ে সেখানে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং গন অনশন সেখানেও চালায়। সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ সহ ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে এই গন অনশন। ৭দফা দাবি হলো ১। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ। ২।বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ। ৩।দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ণ। ৪।জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন। ৫।অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন। ৬।পার্বত্য চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন। ৭।সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন। উক্ত ৭দফা দাবির গন অনশনের সভাপতিত্ব করেন তালা উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ঘোষ সরোজিৎ কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার পূজা উৎযাপন কমিটির সহ সভাপতি ও তালা উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা নারায়ন মজুমদার। এছাড়া তালা উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদক সহ আরো অনেকে।

প্রধান উপদেষ্টা

মো: মোশারফ হোসেন
প্রযুক্তি সহায়তায়: csoftbd