1. nazmulrj40@gmail.com : md nazmul : md nazmul
  2. mizansatkhirapress@gmail.com : Satkhira Barta : Satkhira Barta
  3. tasahmed7@gmail.com : satkhira barta : satkhira barta
  4. shohaghassan0912@gamil.com : মোহনা নিউজ : মোহনা নিউজ
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

আগামীকাল শনিবার দিনাজপুর চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ দু’টি প্যানেলে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৪৩জন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৪২ Time View

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রদিনিধি ॥ আগামীকাল শনিবার (১৮ মার্চ-২০২৩) দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন। ২৪ মাস মেয়াদী (২০২৩-২০২৫) পরিচালনা পরিষদের পরিচালক নির্বাচনে ২১টি পদের বিপরিতে ৩জন স্বতন্ত্র প্রার্থী, একজন সহযোগি সদস্য, একজন গ্রুপ সদস্য ও একজন টাউন এসোসিয়েট সদস্য প্রার্থীসহ দু’টি প্যানেল থেকে মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে সর্বমোট ২ হাজার ৩৫১ জন ব্যবসায়ী ভোটার ভোট প্রদান করবেন।
প্যানেল দুইটির মধ্যে একটি
দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ নুরুল মঈন মিনু’র নেতৃত্বাধীন সম্মিলিত প্রগতিশীল ব্যবসায়ী পরিষদ মনোনিত প্যানেল ও অপরটি চেম্বারের আরেক সাবেক সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামিমের নেতৃত্বাধীন প্যানেল।
দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ নুরুল মঈন মিনু প্যানেলের প্রার্থীরা হলেন-মোঃ নুরুল মঈন মিনু, আলহাজ্ব মোঃ রেজাউল করিম, বিশ্বনাথ আগরওয়ালা, মোঃ রফিকুল ইসলাম সোনা, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, মানবেন্দ্র দাস মনোজ, মুরাদ আহমেদ, তায়েফ বিন শরীফ, মঞ্জুর মুর্শেদ সুমন, জহির শাহ, মোঃ মাহামুদুর রহমান মাসুম, সুলতানা রাজিয়া জুঁই, মোঃ রুবেল ইসলাম, মোঃ আরসাদ আলী খান, মোঃ শামীম শেখ, মোঃ মোজাফ্ফর আলী মিলন, ইসলাম উদ্দীন আহম্মেদ ও মামুন উর রশিদ।
সাবেক সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীমের নেতৃত্বাধীন পরিষদের প্রার্থীরা হলেন-রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মোঃ জর্জিস আনাম, সোজা উর রব চৌধুরী, মোঃ মোসাদ্দেক হোসেন, মোঃ শামীম কবির, আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ, প্রতাপ কুমার সাহা পানু, মোঃ আখতারুজ্জামান জুয়েল, শাহেদ রিয়াজ পিম, আব্দুল্লাহ আল কাফি লিটন, রাহবার কবির পিয়াল, মোঃ মোস্তফা কামাল মিলন, আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ জহির খান, বাশদা ইমাম আরাফাত, মোঃ সানোয়ার হোসেন ও কাজী গোলাম জিলানী মোস্তফা।
এছাড়া পরিচালক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আবুজার সেতু, মোঃ রবিউল আলম বাবু ও মোঃ আইনুদ্দীন সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহযোগি সদস্য (ব্যাংক-বীমা) পদে শাহ রেজাউর রহমান হিরু, গ্রুপ সদস্য পদে মোঃ হারুনুর রশিদ খান ও টাউন এসোসিয়েট সদস্য পদে
মোঃ জাকারিয়া জাকা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, দিনাজপুর কলেজিয়েট স্কুল এন্ড কলেজে শনিবার (১৮ মার্চ-২০২৩) সকাল সাড়ে ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এতে সর্বমোট ২ হাজার ৩৫১ জন ব্যবসায়ী ভোটার ভোট প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান উপদেষ্টা

মো: মোশারফ হোসেন
প্রযুক্তি সহায়তায়: csoftbd