আবারো কলাটুপি হতদরিদ্রের ভ্যান চুরি
আবারো কলাটুপি হতদরিদ্রের ভ্যান চুরি
মোঃ আলীহোসেন কলারোয়া থেকে।।
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে সম্প্রতি বেশ কিছুদিন ধরে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রায় কোথাও না কোথাও থেকে চুরির খবর শোনা যাচ্ছে। এই চোর সিন্ডিকেটটি কে বা কারা পরিচালনা করছে তা প্রশাসন সহ কেউই আঁচ করতে পারছে না। তবে চুরির বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কুশোডাঙ্গা ইউনিয়ন বাসী । সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে কুশোডাঙ্গা ইউনিয়নের আশে পাশে আবারো চুরির ঘটনা ঘটে চলেছে। এতে আতংকিত হয়ে পড়েছে স্থানীয় বসবাসকারীরা। ছিচকে চোর গুলো বেপরোয়া হয়েছে। গত কাল রাতে আবারো কলাটুপি গ্রামের হতদরিদ্র ইজ্জেত আলীর ঘরের তালা ভেঙ্গে সহায় সসম্ভল ভ্যানটি চুরি করে নিয়ে গেছে চোরেরা।
স্থানীয় কয়েক জন ব্যক্তি জানান, হঠাৎ করেই চোরের উপদ্রব বৃদ্ধি আমাদের চিন্তিত করে তুলেছে। চোর চক্রটি রাতের বেলা প্রধান সুযোগ বলে মনে করছে। তবে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি এলাকাবাসী সচেতন হলেই কিংবা পাহারার ব্যবস্থা করলে এদের হয়তো ধরা বা ক্ষতি রোধ করা সম্ভব হবে। অনেকেই অভিযোগ তুলে বলেন, নেশার টাকা জোগাড় করতে অনেকে এ ধরনের কাজ করতে পারে।খোরদো ফাড়ির এস আই মোঃ মাহমুনুর রহমান বলেন, এ ধরনের অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা এ চুরির সাথে সংশ্লিষ্ট তাদের ধরার চেষ্টা প্রশাসনিকভাবে অব্যাহত রয়েছে।