আমাদের স্বাধীনতা

স্বাধীনতা মানে দু্মুঠো ভাত
খাদ্যের নিশ্চয়তা
স্বাধীনতা মানে জিনিষের দাম
সাধ্যের মধ্যে পাওয়া।

স্বাধীনতা মানে শুধু দিবস পালন নয়
নয়কো ফুলের মালা
স্বাধীনতা মানে পড়বে ও চিকিৎসা অবাধ
আর জুটবে ভাতের থালা।

স্বাধীনতা মানে হাটে বাজারে জিনিস কেনার সাধ্য
স্বাধীনতা মানে ধর্মমতে বাজাবে নিজের বাদ্য।
স্বাধীনতা মানে মন খুলে তাই বলবো মনের কথা
স্বাধীনতা মানে সমান সুযোগ কেউ পাবে না ব্যাথা।

স্বাধীনতা মানে বৈষম্যহীন অর্থনীতি;
ছুড়ে ফেলা ভেদাভেদ-
স্বাধীনতা মানে দারিদ্র্য মুক্তি
চাই সোনার বাংলাদেশ।

…………………………………………………
কাব্যগ্রন্থ/আত্মচিৎকার
মুহাম্মদ তাজুল ইসলাম
২৬/০৩/২০২৩ খ্রিস্টাব্দ।