আশাশুনিতে মোবাইল কোর্টে ৬ জনকে জরিমানা

অনলাইন ডেস্ক :

দেশব্যাপী করোনা ভাইরাস ২য় ঢেউ মোকাবেলায় কঠোর লকডাউনের প্রথম দিন আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। ১৪ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা আশাশুনি উপজেলার বিভিন্ন বাজার ও সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেন। স্বাস্থ্য বিধি তথা সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে আশাশুনি সদরের সুন্দর আলীর পুত্র মনিরকে ২০০ টাকা, তালা উপজেলার ফারুক আহম্মেদের পুত্র আঃ হাকিমকে ৫০০ টাকা, গোদাড়া গ্রামের তাহের গাজীর পুত্র আক্তারকে ৫০০ টাকা, নওয়াপাড়া গ্রামের জলিল সরদারের পুত্র হারুন অর রশিদকে ৫০০ টাকা, বুধহাটা বাজারের প্রদীপ ভ্যারাইটি স্টোর মালিককে ১০০০ টাকা ও দেবদূত স্টোর মালিককে ১০০০ টাকা সর্বমোট ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *