আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার…………. কলারোয়ায় সোনাবাড়িয়ায় ২১ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে স্বপ্নের ঘর পেল

জুলফিকার আলী, বিশেষ প্রতিনিধিঃ

কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া

ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ২১ ভূমিহীন ও গৃহহীন পরিবার স্বপ্নের ঘর পেলেন।
আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে সামনে রেখে ২
ফেব্রæয়ারী সকালে পৃথকভাবে সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর ও উত্তর
ভাদিয়ালী গ্রামের আশ্রায়ণ প্রকল্পের-২১ ভূমিহীন পরিবারের মাঝে ওই ঘর
উপহার দেয়া হয়। উপকারভোগী ২১পরিবারের মধ্যে রামকৃষ্ণপুর-১০ ও উত্তর
ভাদিয়ালী গ্রামে ১১ গৃহহীন পরিবার রয়েছে। সরকারি বরাদ্দকৃত আশ্রয়ণ-২,
প্রকল্পের সেমিপাকা ঘর হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী
বিশ্বাস। এসময় অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল সহ ইউপি সদস্য, সূধিজন ও সংশ্লিষ্ঠ
দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এলাকার অসহায় ভূমিহীন ও গৃহহীন ২১পরিবার মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সেমিপাকা স্বপ্নের ঘর বরাদ্দ পেয়ে আনন্দ
প্রকাশ করে কৃতজ্ঞতা জানান।