ঈদুল আযাহার উপলক্ষে এস.এম- মীযানুর রহমান জয় দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ঈদুল আযাহার উপলক্ষে এস.এম- মীযানুর রহমান জয় দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

১৯-০৭-২১ইং।
এস.এম- মীযানুর রহমান স্টাফ রিপোটারঃ-পবিত্র ঈদুল আযাহার
উপলক্ষে ন‍্যাশনাল ক্রাইম অবজারভেশন এন্ড লিগ্যাল এইড সোসাইটি মহাপরিচালক,বঙ্গবন্ধু জাতীয় মানবাধিকার ফাউন্ডেশন বাংলাদেশে চেয়ারম্যান,

জয় টেলিভিশন লিমিটেডের ব‍্যবস্থাপনা পরিচালক,চ‍্যানেল ন‍্যাশনাল ক্রাইম নিউজ ২৪ লিমিটেডের চেয়ারম্যান,

ক্রাইম এন্ড এন্টিক্রপশন রিপোর্টার্স সমবায় সমিতি লিমিটেডের সাধারণ-সম্পাদক,জাতীয় দৈনিক ডিজিটাল ক্রাইম নিউজের সম্পাদক–প্রকাশক,

মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্নপদক প্রাপ্ত সমাজ সেবক ও মানবাধিকার কর্মী জনাবঃ- আবুল বাশার চৌধুরীর পক্ষ থেকে অত্র সংস্থার তদন্ত কর্মকতা এস.এম- মীযানুর রহমান জয়, লেখক,বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী দেশবাসী প্রাণ প্রিয় ধর্মীয় মুসলিম ভাই বোনদের সকলকেই পবিত্র ঈদুল আযাহার উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন।

এদিকে রাজশাহীর দৈনিক সৃর্যের আলো সম্পাদক–প্রকাশক আবুল কাশেম বাবু ভাই ও চট্টগ্রামের সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক ভাইকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এসময় করোনা মহামারী পরিস্থিতি সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য
সকলকেই সচেতন হওয়ার আহবান জনান এবং মহান আল্লাহ নিকট সকলের জন্য তিনি দোয়া প্রার্থনা করেন সকলেই যেন সুস্থ রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *