উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবাসহ আটক-৩

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবাসহ আটক-৩

ভ্রাম্যমান প্রতিনিধি
আহসান উল্লাহ।

কক্সবাজারের উখিয়ার বালুর মাঠ এলাকায় ১৪ এপিবিএন সদস্যরা বসত-ঘরে অভিযান চালিয়ে ইয়াবা নিয়ে দুই রোহিঙ্গাসহ ৩জনকে আটক করেছে।

সুত্র জানায়,১৬ জুলাই (শুক্রবার) বিকাল ৪টার দিকে ১৪ এপিবিএন বালুর মাঠ পুলিশ ক্যাম্প সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি, শেড-৪২ এর ৩নং বস্তির বাসিন্দা রোহিঙ্গা নুরুল আমিনের ঘরে অভিযান চালিয়ে উখিয়ার রাজাপালং ইউপি’র দরগাহবিলের মৃত আজিজুর রহমানের ছেলে মোঃ ছমির (২৬), ব্লক-বি, ৪২নং শেডের বাসিন্দা সৈয়দুল আমিনের পুত্র মোঃ নুরুল আমিন (২৭) এবং ব্লক-সি এর ২৩নং শেডের বাসিন্দা মৃত ছিদ্দিক আহমদের পুত্র কলিম উল্লাহ (৩৮) কে ৪শ ৩৫পিস ইয়াবাসহ আটক করে।

এ ব্যাপারে কক্সবাজারস্থ ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি)মোঃ নাঈম উল হক নিপু জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীদের নিয়মিত মামলায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।